বাংলাদেশে যেই সরকারই থাকুক না কেন সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি বজায় রাখা উচিত। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বর্তমানে বাংলাদেশে এক কঠিন পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আছে। হয় বাংলাদেশ এখান থেকে নজির সৃষ্টিকারী একটা দেশ হিসাবে পরিণত হবে, নয়তো একদম তলিয়ে যেতে পারে। একটা নজির সৃষ্টিকারী গণতান্ত্রিক দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশের সামনে এখন অনেক বাধা। সেই বাধা যেমন অভ্যন্তরীণ, পাশাপাশি বৈদেশিক বাধা আছে। সমস্ত বাধাকে টপকে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে বাংলাদেশ তখনই প্রতিষ্ঠিত হতে পারবে যদি নিজের দেশের সংখ্যালঘু মানুষকে তারা তাদের কাছে টেনে নিতে পারেন।
by নজরুল আহমেদ জমাদার | 30 November, 2024 | 568 | Tags : Bangladesh Iskcon Hindu Communal Riot